সিলেটে আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফ উদ্দিনকে (শরাফ) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরাফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলায় দায়ের করা হয়। র্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।
মো.রেজাউল হক ডালিম/এটিআর