Logo

সারাদেশ

পালাল চোর, স্ট্রোক করে পুলিশের মৃত্যু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:০৬

পালাল চোর, স্ট্রোক করে পুলিশের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে মহিউদ্দিন (৫৯) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা ৭টায় দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের মেহেরবক্স বাড়ির জামে মসজিদের পাখা চোরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ থেকে জোরপূর্বক পালানোর চেষ্টাকালে এ ঘটনা ঘটে। এ সময় স্ট্রোক করে পুলিশ সদস্য মহিউদ্দিনের মৃত্যু হয়।

কনস্টেবল মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের ছেলে। তার চাকরির বয়স আর ৬ মাস বাকি রয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেয়া শেষে থানায় নেয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এ সময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণপিটুনির শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এ ঘটনা ঘটে। কনস্টেবল মহিউদ্দিনের চাকরিতে আর মাত্র ৬ মাস বাকি রয়েছে। এরপরই তিনি অবসরে যেতেন।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর