Logo

সারাদেশ

বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর হাতে ধরা ৩ চাঁদাবাজ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর হাতে ধরা ৩ চাঁদাবাজ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকেরা হলেন- কুমিল্লা নগরের নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) ও রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)।

আটকের সময় তাদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল, প্যাড ও একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। পরে মঙ্গলবার রাতেই তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার পর বুধবার (২৯ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা নগরের সব বাসস্ট্যান্ডে অবৈধ টোল আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের কাছে চাঁদা আদায়ের সময় ওই তিন যুবককে আটক করা হয়।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর