নীলফামারীর সৈয়দপুরে শোয়ার ঘর থেকে হাফিজুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙাপাড়ায় ঘটনাটি ঘটেছে। হাফিজুল ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন হাফিজুল। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারেননি। ৯ মাস আগে বিয়ে হয়েছে হাফিজুলের। স্ত্রী বা পরিবারের কারো সাথে বিবাদ বা কলহের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই জয়ন্ত রায় বলেন, ‘গলায় মাফলার পেচিয়ে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, রাত ১০টা থেকে ভোর ৪ টার মধ্যে মৃত্যু হয়েছে।’
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আখতার হোসেন বলেন, ‘পরিবারের লোকজন লাশ থানায় আনতে বাধা দেয়। কিন্তু নিহতের স্ত্রী এজাহার দায়েরের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। রির্পোটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
তৈয়ব আলী সরকার/এমজে