Logo

সারাদেশ

বালু উত্তোলনের দায়ে ২ কোটি টাকার ড্রেজারসহ আটক ৪

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:২৪

বালু উত্তোলনের দায়ে ২ কোটি টাকার ড্রেজারসহ আটক ৪

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই কোটি টাকা মূল্যের ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ ড্রেজার ব্যবসায়ী চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ।

আটককৃতরা হলেন- নর‌সিংদীর মো. শা‌হিন মিয়া (৩২), মাধব‌দীর মো. আব্দুল্লাহ (২৪), মে‌হেন্দীগঞ্জের মো. সোহাগ (২০),  কানাইনগ‌রের মো. নিরব মিয়া (১৯)। এছাড়া বয়স কম হওয়ায় দুইজনকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লাখ লাখ টাকা আয় করছিলো বালু দস্যুরা । এ অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষকদের ফসলি জমি ও বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মামলা হামলা ও হয়রানির অভিযোগ করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশ উপস্থিত ছিল।

লিটন হোসাইন জিহাদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর