প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:৪১
![প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/29/Bangladesher-Khabor-MB---2025-01-29T214230-679a4c326422c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহকদের অযৌক্তিক বিদ্যুৎ বিল ও বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি। এ সময় তারা প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গ্রাহকরা।
সড়ক অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম এ মতিন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, শিক্ষক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার স্থাপনের ফলে গ্রাহকরা চরম ভোগান্তির সম্মুখীন হবে এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, যদি প্রিপেইড মিটার স্থাপন করা হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আগামীতে এ আন্দোলন আরও বেগবান করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা বিদ্যুৎ খাতে ডিমান্ড চার্জ বাতিলেরও দাবি জানান।
আতিকুর রহমান/এমবি