Logo

সারাদেশ

নওগাঁর বিদ্যুৎ অফিস ঘেরাও

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৩

নওগাঁর বিদ্যুৎ অফিস ঘেরাও

ছবি : বাংলাদেশের খবর

জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচির পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের তাজের মোড় থেকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কাঠালতলী এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে কিছুক্ষণ নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রধান ফটক বন্ধ করে রাখেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক এস এম রশদিুল আলম সাজু, সদস্য সচব আমনিুর রহমান রেজা, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল প্রমুখ। 

বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতিমাসে মিটার ভাড়া, ভৌতিক বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

এ সময় বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বন্ধের দাবি করেন বক্তারা। এ মিটার স্থাপন বন্ধ করা না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর