Logo

সারাদেশ

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:১৫

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

মাঘ মাসের শেষের দিকে আবারও শীতের তীব্রতা বেড়েছে হিমাঞ্চলখ্যাত পঞ্চগড়ে। তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ফলে অঞ্চলজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে পুরো জেলা। তবে কুয়াশা ভেদ করে সূর্যের আলো কিছুটা দেখা গেলেও শীতের দাপট কমছে না কিছুতেই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন (২৯ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। পেট বাঁচাতে শীত উপেক্ষা করেও কাজে বের হয়েছেন শ্রমজীবীরা।

এদিকে, শীতজনিত নানা রোগে জেলার হাসপাতালগুলোতে রোগীর ভিড় বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা নিতে আসা অনেকেই ঔষুধ কিনতে আর্থিক সমস্যায় পড়ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানিয়েছেন, গত তিন দিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হচ্ছে। আজও (৩০ জানুয়ারি) ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের প্রমাণ।

এসকে দোয়েল/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর