নিমার্ণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

সিলেট মহানগরের এয়ারপোর্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রুবেল মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আনিসুর রহমান। নিহত রুবেল এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকার মৃত আসাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে নির্মাণাধীন ১২তলা একটি ভবনের ৩ তলায় কাজের সময় নিচে পড়ে রুবেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো.রেজাউল হক ডালিম/এটিআর