আন্তর্জাতিক বাণিজ্য মেলা
দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র মেলাপ্রাঙ্গণ, আহত ২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
বিতর্ক যেন পিছু ছাড়ছে না রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে। নানা বিতর্কের পর এবার বাণিজ্য মেলায় ব্লেজার দোকান ও ক্রোকারিজ কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে লাঠিচার্জ করে পুলিষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ক্রেতা দর্শনার্থীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা ক্রেতাদের নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর জেরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এ সময় উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়।
জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কোনো সমস্যা নেই।
এন বি আকাশ/ওএফ/এনজে