হাসিনা উন্নয়নের নামে শুধু টাকা পাচার করেছে : মান্না

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:০৬
-679b87587c5b7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেখ হাসিনার উন্নয়নে ঘুষ বাণিজ্য ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য। দেশে ৬ কিলোমিটার পদ্মা সেতু হয়েছে ৪০ হাজার কোটি টাকায়। দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে। এ দেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, তাই তারা যুদ্ধে নেমেছিল।’
তিনি আরও বলেন, ‘আবু সাঈদ বুক চেতিয়ে দাঁড়িয়ে ছিল। দেড় হাজারের মত মানুষ এই আন্দোলনে মারা গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কাউয়া কাদের আর কাকা করে না। দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চায়। প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে। যারা জনগণের উন্নয়ন চায়। যারা ব্যক্তি হিসেবে জয়লাভ করবে।’
নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার।
জুয়েল হাসান/এমআই