Logo

সারাদেশ

সিলেটে নারী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:৪৫

সিলেটে নারী কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক নারী কর্মকর্তাসহ (সাময়িক বরখাস্তকৃত) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ জনকে ভুয়া ঠিকানায় সরকারি চাকরি দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদক সিলেট কার্যালয়ে জেলা উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

দুদক সূত্র জানায়, সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ও ভারপ্রাপ্ত উপপরিচালক (সাময়িকভাবে বরখাস্তকৃত) ডা. লুৎফুন্নাহার জেসমিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার বাকি আসামিরা হলেন, বরুণ ছত্রী, তাসলিমা আক্তার, তাহসিন মাসুমা কচি, শক্তি রানী পাল, স্নিগ্ধা বিশ্বাস, পুর্নিমা নমশুদ্র, পলি রানী দাশ, মন্টি সরকার ও পপি দাশ।

দুদকের মামলায় উল্লেখ, ডা. লুৎফুন্নাহার জেসমিন ও বরুণ ছত্রী জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ৮ জন নারী স্বস্থ্যকর্মীকে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ভুয়া স্থায়ী ঠিকানা দেখিয়ে বেআইনিভাবে চাকরি পেতে সহায়তা করেছেন। অপরদিকে, চাকরিপ্রাপ্তরাও জেনে-বুঝে অবৈধভাবে ভুয়া ঠিকানা দেখিয়ে চাকরি নিয়েছেন।

দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাংলাদেশের খবরকে বলেন, ‘দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে নিঝুম রায় প্রান্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বৃহস্পতিবারই সেটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে প্রধান অভিযুক্ত নারী কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জেসমিন দেশে নেই বলে জানায় দুদক সূত্র।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর