ফসলি জমির মাটি কাটায় ফেনীতে দুই ইটভাটার জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১
ছবি : বাংলাদেশের খবর
ফসলি জমি থেকে মাটি কাটায় ফেনীতে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটা ফসলি জমির মাটি কেটে ব্যবহার করে আসছিল। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকার মদিনা ব্রিকস ও মাথিয়ারা এলাকার সোনালী ব্রিকসকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, ‘অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ইটভাটা মালিকদের সতর্ক করে ভবিষ্যতে ফসলি জমি থেকে মাটি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে।’
এম. এমরান পাটোয়ারী/এমআই