Logo

সারাদেশ

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৫

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজার বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৫টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপারের (চালকের সহকারীর) মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি সানন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, ভোর বেলা বালুবাহী একটি ট্রাক ও মাছবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের হেলপার আব্দুল মালেক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর উভয় ট্রাকের চালকরা পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘রনবাঘা বাসস্ট্যান্ডে মহাসড়কে একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এর পরপরই বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সাথে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের হেলপার ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন।’ 

তিনি আরও বলেন, ‘দুই ট্রাকের চালক, হেলপার এবং অটোরিকশার দুইজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

জুয়েল হাসান/এমআই


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর