২ মাথা বিশিষ্ট অদ্ভুত আকৃতির বাছুরের জন্ম

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
-679c98b587d0f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের উলিপুরে দুই মাথা বিশিষ্ট অদ্ভুত আকৃতির একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। ওই বাছুরের দুই মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেওয়া বাছুরটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদ্বারগঞ্জ আনসার বাজারের পাশে কৃষক ফুলচারের একটি গাভীর পেট থেকে ওই বাছুর প্রসব করে।
কৃষক ফুলচার বলেন, বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এ গাভিটি কয়েক মাস আগে শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়েছিলাম। আজ এমন অদ্ভুত আকৃতির বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুরটি মারা গেছে।
বাছুরটিকে দেখতে আসা স্থানীয় বাসিন্দা শাহজালাল বলেন, বাছুরটি দেখতে আকারে অস্বাভাবিক ও অদ্ভুত আকৃতির। এমন বাছুরের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য এলাকাবাসী ভিড় জমিয়েছে।
প্রতিবেশী মইনুল ও জয়নাল বলেন, দুই মাথা, চার চোখ, দুই মুখ, চার কান বিশিষ্ট প্রসব করা বাছুর জীবনে প্রথম দেখলাম। এমন অদ্ভুত আকৃতির বাছুরের কথা শুনে প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম।
স্থানীয় ওয়ার্ড সদস্য মো. লোকমান বলেন, ফুলচার একজন কৃষক। তিনি অনেক দিন থেকেই বাড়িতে গাভি পালন করেন। অদ্ভুত আকৃতির বাছুর প্রসবের বিষয়টি শুনে অবাক হয়েছিলাম। পরে বিষয়টি নিশ্চিত হয়েছি।
কুড়িগ্রাম শহরের পশু চিকিৎসক ডা. মো. ইউনুছ আলী বলেন, হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমন বাছুরের জন্ম হয়। এটা মূলত জন্মগত ত্রুটি। এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না। আবার বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।
ফজলুল করিম ফারাজী/এমবি