কক্সবাজার সৈকতে পর্যটককে ছুরিকাঘাত, সর্বস্ব লুট

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ২১:২৮
-679cec1a9d615.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটককে ছুরিকাঘাতে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত পর্যটকের নাম মো. হৃদয়। তিনি চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা বলে জানা গেছে।
আহত পর্যটকের সাথে থাকা সহকর্মীরা জানান, চট্টগ্রাম থেকে ৪৫ জনের একটি গ্রুপ নিয়ে কক্সবাজারে পিকনিকে এসেছিলেন তারা। সারাদিন বিচে ঘুরাঘুরি শেষে সৈকতের লাবনী পয়েন্ট দিয়ে তাদের জন্য অপেক্ষমাণ বাসে উঠার সময় একদল ছিনতাইকারী আসে। তখন পর্যটক হৃদয়কে জাপটে ধরে মালামাল লুটের চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় বাঁধা দিলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাথে থাকা তিনটি মোবাইল ও টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে। এ সময় তার সাথে থাকা অন্য বন্ধু পালিয়ে বাঁচলেও মালামাল রক্ষা করতে পারেনি।
গাড়িতে থাকা হৃদয়ের অপর সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আশেক এলাহী প্রাথমিক চিকিৎসা শেষে পাশ্ববর্তী জেনারেল হাসপাতালে রেফার করেন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি