Logo

সারাদেশ

ভারতে প্রবেশের চেষ্টা, ৩ বাংলাদেশি আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭

ভারতে প্রবেশের চেষ্টা, ৩ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর থানার আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া (৭) ও দালাল মো. সাদ্দাম (৩০)। দালাল সাদ্দাম তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরমারী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে একজন দালালসহ তিনজনকে আটক করে। এ সময় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এদের মধ্যে একজন শিশু থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।

আটক দালালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অনুপ্রবেশের জন্য তাদের সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তি হয়েছিল। এছাড়াও তার সঙ্গে আরও ৮ জন দালাল চক্রের সদস্য ছিল। তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ওই দালাল চক্রের ৮ সদস্যকে আটকের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আটকের সময় বিজিবি তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাটার একটি প্লাস, দুইটি ব্যক্তিগত মোবাইল ফোন, এক জোড়া রুপার নুপুর ও ২০ হাজার ১৬০ টাকা উদ্ধার করে। পরে আটক দুইজনকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনো মূল্যে এটি বন্ধে সতর্ক রয়েছে। 

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর