Logo

সারাদেশ

লিবিয়ায় গুলি করে ফরিদপুরের ২ যুবক হত্যার ঘটনায় শোকের মাতম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯

লিবিয়ায় গুলি করে ফরিদপুরের ২ যুবক হত্যার ঘটনায় শোকের মাতম

ইতালি নেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যার ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে চলছে শোকের মাতম। ভোর থেকেই কুয়াশা উপেক্ষা করে নিহতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্বজন, প্রতিবেশী ও সাধারণ মানুষ। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালীর দালাল আনোয়ার মাতুব্বরের মাধ্যমে হৃদয় হাওলাদার (২৪) ও রাসেল হাওলাদার (২৬) নামের দুই যুবককে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। তাদের পরিবারের সদস্যরা ১৬ লাখ টাকা পরিশোধ করলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি তারা। স্থানীয়রা দালাল আনোয়ারসহ এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার জানান, গত ২২ তারিখে সর্বশেষ ছেলের সঙ্গে কথা হয়। এরপর গতকাল বিকেলে হোয়াটসঅ্যাপে একটি মর্মান্তিক ছবি পাঠানো হয়, যেখানে হৃদয়ের রক্তাক্ত ও বালুমাখা দেহ দেখা যায়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকেই স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দালাল চক্রের পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছে। তবে তিনি কোনো আপস চান না, তিনি তার সন্তানের হত্যার বিচার চান।

হৃদয়ের মা বিলকিস আক্তার শোকে কাতর হয়ে বলেন, ‘আমার ছেলের বুকে গুলি করা হয়েছে, পিঠ দিয়ে গুলি বের হয়ে গেছে। আমি এই হত্যার বিচার চাই। আল্লাহ, আমি কেমন করে এই কষ্ট সহ্য করব!’

উল্লেখ্য, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার দুই মাস আগে আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে বিদেশ যাত্রা করেন। প্রথমে তাদের দুবাই, পরে সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানেই মাফিয়া চক্রের হাতে প্রাণ হারান তারা। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর