মেঘনায় অবৈধ বালু বহনকারী বাল্কহেডসহ আটক ৭
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ সাতজন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর সংলগ্ন রনগোয়াল এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু বহনকারী দুটি বাল্কহেড জব্দ করা হয়। এ সময় সাতজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট এম ফজলুর রহমান।
আলআমিন ভূঁইয়া/এমবি