ফেনী ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১
-679dec36ef6a9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক (আহ্বায়ক) কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী শহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংগঠক কপিল উদ্দিনের সঞ্চালনায় জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাইক্লিস্ট ইমনুল হক ইমনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- ফেনী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম তুহিন, জোনাকি সংসদের সভাপতি অ্যাডভোকেট মহিবুল হক রাসেল, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, একাডেমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল হক রবিন, ম্যান্স স্টার ক্লাবের সভাপতি আবুল কাশেম, ক্রীড়া সাংবাদিক ফারুকসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিতে প্রকৃত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের বাদ দিয়ে অপেশাদার ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, কমিটির ৯ জন সদস্যের মধ্যে ৮ জনকেই কখনো মাঠে দেখা যায়নি। বক্তারা বলেন, এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত ফেনীর কোনো খেলোয়াড় কোনো খেলায় অংশ নেবে না।
বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত এ কমিটি বাতিল না হলে জেলার সব উপজেলার খেলোয়াড়রা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
এম. এমরান পাটোয়ারী/এমআই