Logo

সারাদেশ

পুকুর খননে সড়ক ও ফসলের ক্ষতি, ভোগান্তিতে এলাকাবাসী

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৯

পুকুর খননে সড়ক ও ফসলের ক্ষতি, ভোগান্তিতে এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কালিতলা বানিশ্বর গ্রামে পুকুর খননের মাটি ফেলে কাঁচা-পাকা রাস্তা নষ্ট ও ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ট্রাক্টর দিয়ে মাটি বহনের ফলে সরিষা ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।  

স্থানীয়রা জানান, পুকুর মালিক মাসুদ প্রশাসনের অনুমতি ছাড়াই গ্রামবাসীর আপত্তি উপেক্ষা করে পুকুর খননের মাটি পরিবহন করছেন। এতে কাঁচা-পাকা রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ট্রাক্টরের বিকট শব্দ ও ধুলাবালির কারণে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।  

সরকারি নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া ফসলি জমিতে পুকুর খনন নিষিদ্ধ। কোথাও পুরাতন পুকুর পুনঃখনন করতে হলে উপজেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়। নিয়ম অনুযায়ী, পুকুর খননের মাটি কোনো রাস্তার ওপর ফেলা যাবে না এবং ফসলি জমির ক্ষতি করা যাবে না। কিন্তু এসব নিয়মনীতি লঙ্ঘন করে মাটি বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন মাসুদ ও তার সহযোগী ভেকু দালাল নুরুজ্জামান।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

এম এ রাজ্জাক/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর