Logo

সারাদেশ

সাতক্ষীরায় আ.লীগের ঝটিকা মিছিল

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

সাতক্ষীরায় আ.লীগের ঝটিকা মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ সাতক্ষীরায় ঝটিকা বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজার সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও তাঁতীলীগের কয়েকজন নেতাকর্মী।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, এবং জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফসহ বেশ কয়েকজন নেতাকে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা যায়।

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

কিন্তু লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।

আব্দুস সামাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর