ধামরাইয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩
ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
এর আগে, সকাল থেকে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লের পর বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ফরিদা ইয়াসমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীনু রানি দাস, দাতা সদস্য ডা. অনন্ত দাস, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় সাত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের হাতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কনফিডেন্স সোসাইটি। এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে বারবাড়িয়া সামাজিক উন্নয়ন সংঘ।
আরিফুল ইসলাম সাব্বির/এমএইচএস