বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের দুইদিন পরে খাল থেকে সালাম সরদার (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গেল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহতের মরদেহে ময়নাতদন্তের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া প্রস্তুতি চলছে।
নিহত সালাম সরদার উপজেলার গুয়াতলা গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি একজন মস্তিস্ক বিকৃত মানুষ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, গেল বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগেও সালাম সরদার কখন-কোথায় থাকতেন সে বিষয়ে পরিবারের সদস্যরা জানতেন না।
শেখ আবু তালেব/এমজে