Logo

সারাদেশ

বাস চাপায় প্রাণ গেল ভাই-বোনের

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩০

বাস চাপায় প্রাণ গেল ভাই-বোনের

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আচলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইকের চালক মজনু মোল্লা (৪৫) এবং তার বোন সুমি বেগম (৩৬) । 

আহতরা হলেন্, সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার, ঝুমুর বেগম (৪৮) এবং সিয়াম খান (৩৫)। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী একটি শিশু রয়েছে।’

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


শেখ আবু তালেব/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর