বৈষম্যবিরোধী আন্দোলন
পকেট কমিটি বাতিলে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬
-679e33afea1e8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) ৩টায় বগুড়া জিলা স্কুলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করা হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিক সম্মেলনে তকি তাহমিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে, যা মূল আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার জন্য কাজ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এই অবৈধ কমিটির সদস্যরা আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে প্রকৃত আন্দোলনকে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
তকি তাহমিদ অভিযোগ করেন, ‘এই কমিটির আহ্বায়কদের আমরা একটি ছোট ছবি বা ফুটেজ চাই। যে তারা ৫ আগস্টের আগেও মাঠে ছিলেন কিনা। আমরা সদস্য সচিবের চাঁদাবাজির বিচার চাই। বিচার শেষে উনাকে দায়িত্ব দেওয়া হোক। যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, তাহলে কি লাভ এত রক্ত দিয়ে?
তিনি আরও বলেন, ‘কমিটিতে যাদের স্থান দেয়া হয়েছে, তাদের রাজনৈতিক অবস্থান কী? চাঁদাবাজ, অছাত্র ব্যবসায়ী, অন্য রাজনৈতিক দলের কর্মী—এরা কীভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হতে পারে?’
তিনি অবিলম্বে এই অবৈধ কমিটি বিলুপ্ত করার দাবি জানান এবং কেন্দ্রীয় নেতাদের কাছে সার্বজনীন, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু কমিটি গঠনের অনুরোধ জানান।
সাংবাদিক সম্মেলন শেষে বগুড়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির ৪জন সদস্য পদত্যাগ ঘোষণা করেন।
জুয়েল হাসান/এমআই