বগুড়ায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬
![বগুড়ায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/01/bk-(18)-679e3878b8be0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে যানজট নিরসন ও মৃত্যুর মিছিল বন্ধ করতে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ এ মানববন্ধনের আয়োজন করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে প্রায় ২ হাজার মানুষের অংশগ্রহণে মানববন্ধন শুরু হয়।
গোলাম মো. সিরাজ বলেন, ‘শেরপুর শহর জনবহুল এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। শহরে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষের বসবাস এবং হাজারো মানুষের যাতায়াত থাকে। তবে এখানে একটি ফ্লাইওভার না থাকায় যানজট এবং দুর্ঘটনা বেড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘শেরপুর শহরের যানজট নিরসন ও নিরাপদ চলাচলের জন্য ধুনট মোড় থেকে হাজিপুর পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার নির্মাণ জরুরি।’
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়। এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, শহর যুবদলের আহবায়ক সাহাবুল করিম, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার পুটি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মো. আব্দুল ওয়াদুদ/এমআই