Logo

সারাদেশ

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

ছবি : বাংলাদেশের খবর

ফ্যাসিস্ট হাসিনার সরকারের গুম, খুন, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গাজীপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ইসমাইল পাঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন-অর-রশিদ রাফি।  

গণমিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আতাউর রহমান সোহেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর