![সাবেক মহিলা এমপি নাজনীন আটক](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/02/Bangladesher-Khabor-ATR---2025-02-02T104407-679ef7debb944.jpg)
নাজমীন সুলতানা নাজলী
কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ।
নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬-এর এমপি ছিলেন। বর্তমানে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
এমপি থাকাকালীন তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কোন অভিযোগে নাজমীনকে আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, ‘তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার দেখানো হবে।’
ফজলুল ফারাবি/এটিআর