সড়কে প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী ও দুই সন্তান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন আরও ৩জন। আহতরা ওই ব্যবসায়ীর স্ত্রী ও দুই সন্তান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষীপুর তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। এসময় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এটিআর