Logo

সারাদেশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি : বাংলাদেশের খবর

সিলেটের ওসমানীনগরে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়া হলে আরও দুইজন মারা যান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান।

নিহত চারজন হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (গাড়িচালক ৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) দিয়ে সিলেট আসছিলেন। ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দুটি টিম স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

রেজাউল হক ডালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর