প্রেমিকের সাথে এক রশিতে ফাঁস দিলেন প্রবাসীর স্ত্রী
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
![প্রেমিকের সাথে এক রশিতে ফাঁস দিলেন প্রবাসীর স্ত্রী](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/02/Misbah-Jamil--(52)-679f5e4404937.jpg)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রেমিকের সাথে এক রশিতে গলায় ফাঁস দিয়েছেন প্রবাসীর স্ত্রী। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট গ্রামের মোশারফ আলীর ছেলে আব্দুর রাকিব (২৮)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সনুর শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
পুলিশের ধারণা, প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় তারা আত্মহত্যা করেছেন। ঘর থেকে নিহত টুসির দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বদিউজ্জামান রাজাবাবু/এমজে