Logo

সারাদেশ

ভারত সীমান্তের সেই বেড়িবাঁধ পরিদর্শনে যাবেন জামায়াত আমির

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫

ভারত সীমান্তের সেই বেড়িবাঁধ পরিদর্শনে যাবেন জামায়াত আমির

ফেনীর পরশুরামে বন্যায় ভাঙন কবলিত মুহুরী নদী সংলগ্ন ভারত সীমান্তের বল্লামুখার বেড়িবাঁধ পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ বাঁধ পরিদর্শন করার কথা রয়েছে তার।

পরশুরাম উপজেলা জামায়াতের আমির আবদুল হালিম জানান, জামায়াতের আমির নিজ কালিকাপুর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলবেন ও মুহুরী নদীর পাশে বল্লামুখার ভাঙনগুলো পরিদর্শন করবেন। দুপুরের দিকে পরশুরাম বাজারে একটি সংক্ষিপ্ত পথসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে পরশুরামে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। পরশুরাম বাজার, ঘাটঘর, বটতলী ও তুলাতলীসহ বিভিন্ন স্থানে জামায়াত আমিরকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে। রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এদিকে, গত ২০ জানুয়ারি থেকে বল্লামুখার ভাঙন কবলিত ১৯০ মিটার ও ৭০ মিটার বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু হয়েছে। ৭০ মিটার অংশে বাঁধ নির্মাণ কাজ শুরু হলে গত বৃহস্পতিবার সকালে বাঁধের স্থানে দু’দেশের সীমান্তের  ১৫০ গজের মধ্যে রয়েছে বলে দাবি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এমন অভিযোগ করে বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে তারা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নির্দেশনায় ঠিকাদারের লোকজন ও স্থানীয়রা বেড়িবাঁধের নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর