Logo

সারাদেশ

বান্দরবানে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭

বান্দরবানে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নমইংচং ম্রো (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নমইংচং ম্রো রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুমা থেকে তিন আরোহী মোটরসাইকেলে করে বান্দরবানে আসার পথে মুরুং বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নমইংচং ম্রো নিহত হন। এতে গুরুতর আহত হন মেনরাও ম্রো (১৬) ও নিয়রিং ম্রো (১৪)।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অপরজন বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপরজন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, মোটরসাইকেল ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর