সাবেক সমাজকল্যাণমন্ত্রী গ্রেপ্তার, খুশিতে মিষ্টি বিতরণ করলেন নারী

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের খবরে তার নিজ উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন এক নারী। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে নুরুজ্জামান আহমেদের এলাকার দলগ্রাম বাজারে মিষ্টি বিতরণ করেন প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।
নুরুজ্জামান গ্রেপ্তার হলে তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, ‘নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি, বর্তমান সরকার দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।’
উল্লেখ্য, রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বলেন, ‘২০২০ সাল থেকেই আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। তারা অন্যায়ভাবে আমার বাবাকে রাজাকার বলে আসছিল। আমি তারও প্রতিবাদ করছি। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা কখনোই সফল হয়নি। সৃষ্টিকর্তা আমার পাশে ছিল। তাই আমি প্রতিবাদ করা কখনো ছাড়েনি।’
প্রভাষক আরও বলেন, ‘সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এলাকার মানুষের জন্য তেমন কিছুই করেনি। শুধুমাত্র তার পরিবারের জন্যই করে গেছে। পরিবারের উন্নয়ন ছাড়া এলাকার মানুষের কোনোকিছুই করেনি। তাই এই এলাকার মানুষ তার গ্রেপ্তারের কথা শুনে অনেক খুশি হয়েছেন।’
রাহেবুল ইসলাম টিটুল/এমজে