দীর্ঘদিন অসুস্থতায় নিঃস্ব পরিবার, বাঁচতে চায় মোখলেছুর

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
-679f9016a6573.jpg)
স্বপ্নের সংসারে বাবা ও মায়ের কোল আলো করে জন্ম নেয় একটি শিশু। সেই শিশুকে নিয়ে হাজারো আশা বুকে লালন করেন বাবা-মা। যদি জন্মগতভাবে বিকলাঙ্গ হয়ে কোনো শিশুর জন্ম হয়, তাহলে মা-বাবার মুখের হাসি মিলিয়ে যায় মুহূর্তেই।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের মিলনবাজার এলাকার দিনমজুর আশরাফ আলীর প্রথম সন্তান মোকলেছুর রহমান। জন্মগতভাবে ডানহাত ও পায়ের শক্তি না থাকায় শৈশব থেকেই হাঁটতে পারছেন না শিশুটি। ১৫ বছর বয়সে মাথায় ফোঁড়া হওয়ার পর থেকে মানসিকভাবে আঘাত পান মোকলেছুর। তার চিকিৎসা খরচ চালাতে সর্বস্ব শেষ করেছেন দিনমজুর আশরাফ আলী।
সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও নিউরোসার্জন বিশেষজ্ঞ ডা. রুহুল আমিন দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে এ অপারেশন করাতে প্রয়োজন প্রায় আট থেকে দশ লাখ টাকা, যা সংগ্রহ করা নিম্নবিত্ত এই পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
দিনমজুর আশরাফ আলী জানান, তার ছেলে মোকলেছুর রহমানের অপারেশন করতে খরচ হবে প্রায় আট থেকে দশ লাখ টাকা। পারিবারিক সামর্থ্য না থাকায় দেশবিদেশের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিবারের হাল ধরতে না পারলেও চিকিৎসা শেষে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে দিনমজুর আশরাফ আলীর প্রথম সন্তান মোকলেছুর রহমান। চিকিৎসা খরচ চালাতে প্রয়োজন এলাকার এবং দেশবিদেশের বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা।
সহযোগিতা পাঠাতে পারেন বিকাশ ও নগদ নাম্বারে। 01337-176347 আশরাফ আলী।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি