Logo

সারাদেশ

কুষ্টিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৮

কুষ্টিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজ আজাদ মোল্লা নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে মডেল টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজাদ মোল্লা উপজেলার সিংহরিয়া গ্রামের বক্কার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি আনুমানিক রাত ৮ টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখাও এ নিয়ে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর