ছবি : বাংলাদেশের খবর
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। সোমবার (৩ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়।
সকালে পূজার্চনার পর ভক্তরা ভিড় করেন দেবীর অঞ্জলি নিতে। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
এ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রমসহ বিভিন্ন স্থানে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ভক্তি ও আনন্দের পাশাপাশি দেবীর কাছে বিদ্যাদানের প্রার্থনা ছিল মুখ্য।
ছোটন বিশ্বাস/এমবি