Logo

সারাদেশ

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেলে করে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথে খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিন নিহত হন।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর