Logo

সারাদেশ

গলায় অস্ত্র ধরে সাংবাদিকের বাসায় চুরি

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪

গলায় অস্ত্র ধরে সাংবাদিকের বাসায় চুরি

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাসায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। তিনি দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ভোররাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে চুরি করেছে চোরেরা। তবে ঘর থেকে কী কী চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপূর্ব দাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর