বিএনপি নেতার সঙ্গে এক মঞ্চে ছাত্রহত্যার আসামি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
ঢাকার ধামরাইয়ে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতার সঙ্গে এক মঞ্চে আওয়ামী লীগের নেতাকে দেখার ঘটনায় সমালোচনা সৃষ্টি হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন তারা।
এ সময় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজন মাহমুদের সঙ্গে একই মঞ্চে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রহত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর গা-ঢাকা দেওয়া এ আওয়ামী লীগ নেতা এই অনুষ্ঠানে মধ্য দিয়েই প্রথম প্রকাশ্যে এলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গেল বছর সাবেক এমপির প্রচ্ছন্ন সহায়তায় ভোটে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিজয়ী হন লুৎফর রহমান। চেয়ারম্যান হওয়ার পর থেকেই নানাভাবে প্রভাব বিস্তার করেন তিনি। এ বছরের মার্চে নিজের বাড়িতে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেন।
ওই মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে গত ২৩ অক্টোবর গ্রেপ্তার হন তিনি। এ ছাড়া তাকে চেয়ারম্যান পদ থেকেও অপসারণ করা হয়।
সম্প্রতি জামিনে এসে প্রকাশ্যে কর্মসূচি পরিচালনা করছেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার বিএনপি নেতার সঙ্গে কর্মসূচিতে দেখা গেল তাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাল্লী এলাকার এক বাসিন্দা বলেন, ‘লুৎফর চেয়ারম্যান আমাদের নানাভাবে হয়রানি করেছে। সরকার পতনের পর গা-ঢাকা দিয়েছিল। এখন আবার সে ফিরেছে, বিএনপি নেতারাই তাকে প্রকাশ্যে আনছে।’
এ বিষয়ে জানতে লুৎফর রহমানকে ফোন করা হয়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কল কেটে দেন।
স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্যসচিব সুজন মাহমুদ বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। তাকে দেখার পর প্রতিবাদ করি। বের হয়েও আসতে চেয়েছিলাম।’
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানা নেই। অনেকে নিজের মতো অনেক কিছু করে ফেলে। খোঁজ নিয়ে দেখব।’
এমজে