সরকারি খাল দখল করে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২
![সরকারি খাল দখল করে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/04/BK-misbah-(4)-67a180e769492.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শত বছরের পুরোনো একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকর আলীর বিরুদ্ধে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরে করেরগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।
তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সরকারি খালটি ভরাটের ফলে পানি-নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, আশকর আলী ও তার ছেলে তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আজগর দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে খালটি ভরাট করে তাদের ব্যক্তিগত রাস্তা নির্মাণ করছেন।
এ বিষয়ে স্থানীয় কৃষক রমিজ উদ্দিন বলেন, ‘কেরানীগঞ্জে খাল-বিল ভরাটের ফলে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এখন সরকারি খালগুলোও দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খুব দ্রুত সেচের জন্য খাল হারিয়ে যাবে।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা আশকর আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই খালে পানি প্রবাহ বন্ধ রয়েছে। তাই আমি আমার জমির জন্য রাস্তা তৈরি করছি। তবে প্রশাসন যদি বাধা দেয়, তাহলে রাস্তা নির্মাণ বন্ধ রাখব।’
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, ‘কৃষকের ফসল রক্ষায় পানি-নিষ্কাশন নিশ্চিত করতে খাল দখল ও ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মো. এরশাদ হোসেন/এমআই