![সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/04/Bangladesher-Khabor-MI-67a1d2e5c7dc1.jpg)
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব-২। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে তাড়াশ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তাড়াশ থানার ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, ‘২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় তিনি ১ নম্বর আসামি ছিলেন।’
অধ্যাপক ডা. আব্দুল আজিজ দুইবারের তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোড়শোন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। এছাড়া তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মো. মনিরুল ইসলাম/এমআই