Logo

সারাদেশ

কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩

কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা এক হত্যা মামলার আসামি অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সোমবার দুপুর ২টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মৃত্যুর বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানান, সোমবার সকালে আব্দুল হামিদের বুকে ব্যথা শুরু হলে তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

সাখাওয়াত হোসেন জানান, আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন।

রেজাউল হক ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর