সিলেটে নিষেধাজ্ঞার পরও সমাবেশ করতে চায় ‘আহলে হাদিস’
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১২
![সিলেটে নিষেধাজ্ঞার পরও সমাবেশ করতে চায় ‘আহলে হাদিস’](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/04/Misbah-Jamil--(71)-67a2205a1e211.jpg)
প্রশাসনের একবার নিষেধাজ্ঞার পর আবারও সিলেটে ‘সিরাত কনফারেন্স’র নামে সমাবেশ করতে চায় কথিত আহলে হাদিস। তবে এখন পর্যন্ত তারা প্রশাসনের অনুমতি নেয়নি বলে জানা গেছে।
জানা যায়, গত ৪ জানুয়ারি আহলে হাদিস মতাদর্শীরা সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু সিলেটের আলেম-সমাজ প্রতিবাদী হয়ে ওঠায় প্রশাসন ওই সমাবেশের অনুমতি দেয়নি। এ ছাড়া সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও মাদরাসা মাঠ বরাদ্দ-সংরক্ষণ কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত নোটিশে সেটি বাতিল করা হয়।
পরে নির্ধারিত তারিখে সিলেটে ‘আহলে হাদিস’-এর কার্যক্রম পরিচালনার কেন্দ্রস্থল মহানগরের কুমারপাড়ার আত-ত্বাকওয়া মসজিদে সমাবেশ করেন তারা। তবে এর আগে ওই দিন জুমার নামাজের পর মসজিদের সামনে তারা মানববন্ধন করে প্রকাশ্যে সিলেটের আলেম-সমাজ ও প্রশাসনের তীব্র সমালোচনা করেন।
এবার তারা দুদিনব্যাপী সমাবেশ করতে চায় এই সংগঠন। মহানগরের বিভিন্ন স্থানে ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স-২০২৫’ বিষয়ক পোস্টার সাঁটানো দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর ফের ফুঁসে উঠেছেন সিলেটের আলেম-সমাজ।
তারা বলছেন, ‘গত ১৫ বছর ফ্যাসবাদী হাসিনার নির্যাতনে পরোক্ষ-প্রত্যক্ষ মদদ ও সায় দেওয়া কথিত আহলে হাদিস গোষ্ঠী আবারও শান্ত সিলেটকে অশান্ত করার চেষ্টা করছে। গত মাসেই যেখানে শান্তি বজায় রাখার স্বার্থে প্রশাসন তাদের সমাবেশ করতে অনুমতি দেয়নি, সেখানে আবার ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স’র নামে তাদের পেশিশক্তি প্রদর্শন সিলেটের আলেম-সমাজ কিছুতেই মেনে নেবে না। যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।’
এ বিষয়ে ‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র আহ্বায়ক ও বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান বলেন, ‘গত ৪ জানুয়ারিও ওই বাতলিপন্থি আহলে হাদিস নামধারীরা তাদের সম্মেলন করতে চেয়েছিল, কিন্তু আমাদের সবার চেষ্টা ও প্রশাসনের সহযোগিতায় তারা সেটি করতে পারেনি। এবারও তারা সমাবেশের নামে শান্ত সিলেটকে অশান্ত করতে চাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি বন্ধ করতে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি। আশা করি এসএমপি কমিশনার হক্কানি আলেমদের মতামতকে গুরুত্ব দিয়ে আগের মতো শান্ত সিলেটকে শান্তই রাখেবেন।’
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘সিলেটের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। কেউ কোনো অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিছুতেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেবে না পুলিশ।’
তিনি বলেন, ‘আলিয়া মাঠে ৭ ও ৮ ফেব্রুয়ারি সমাবেশ করতে না দেওয়ার জন্য সিলেটের শীর্ষ আলেমরা দাবি জানিয়েছেন আমাদের কমিশনার স্যারের কাছে। শীঘ্রই এ বিষয়ে পুলিশ সিদ্ধান্ত জানাবে। এ ছাড়া ওদের (আহলে হাদিস) পক্ষ থেকে এখনো কোনো অনুমতি নেয়নি।’
রেজাউল হক ডালিম/এমজে