ছবি : বাংলাদেশের খবর
যৌথবাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৬ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ মাদক কারবারি মোহাম্মদ নাইমুল হক নিশাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাইমুল হক নিশাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বিকেলে সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুরে সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় থানার পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোহাম্মদ নাইমুল হক নিশাতকে ১৬ কেজি গাঁজা ও একটি কালো মাইক্রোবাসসহ (ঢাকা-মেট্রো-চ ১৫-৫৯৬২) গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলআমিন ভূঁইয়া/এমবি