গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১
-67a300f550cb5.jpg)
ছবি : সংগৃহীত
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জনের নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘোড়াশালগামী সিএনজি অটোরিকশার এক যাত্রী আলামিন নিহত হন।’
ওসি বলেন, ‘ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’
রফিক সরকার/এমআই