সিলেট আলিয়া মাঠে কনফারেন্স করতে পারছে না ‘আহলে হাদিস’
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬
![সিলেট আলিয়া মাঠে কনফারেন্স করতে পারছে না ‘আহলে হাদিস’](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/05/Bangladesher-Khabor-ATR---2025-02-05T151655-67a32c5c5da14.jpg)
আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’র আয়োজন করতে যাচ্ছিল মহানগরের কুমারপাড়াস্থ ‘আহলে হাদিস’ মতাদর্শী আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ। তবে ‘উলামা পরিষদ’র বাধার মুখে কনফারেন্স আলিয়া মাঠের পরিবর্তে আত-তাক্বওয়া মাসজিদ প্রাঙ্গণেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’র মুতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি জানান, আলিয়া মাদরাসা মাঠে তাদের ৭ম ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ আয়োজনের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বরাবরে আবেদন করেছিলেন। কিন্তু ‘উলামা পরিষদ’র বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ বাইরে কনফারেন্স আয়োজনের অনুমতি দেয়নি। ফলে সিলেটের ‘শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ কর্তৃপক্ষ ‘আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ প্রাঙ্গণেই দুদিনব্যাপী এই কফারেন্স করবেন।
কনফারেন্সে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন উল্লেখ করে মুতাওয়াল্লি আব্দুছ ছবুর বলেন, সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের কনফারেন্সে এসে কথাগুলো শুনুন। আলেমরাও এসে আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা নিজেদের ‘শুধরে’ নেব।
এছাড়া আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষের বর্তমান সময়ের ‘আহলে হাদিস’ অনুগামিতা এবং সিলেটে পরিচালিত তাদের নানা কার্যক্রম নিয়েও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মো.রেজাউল হক ডালিম/এটিআর