Logo

সারাদেশ

কোথাও আসন পুনর্বহাল না হলেও কুমিল্লা ৯ হবে : সাবেক এমপি

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪

কোথাও আসন পুনর্বহাল না হলেও কুমিল্লা ৯ হবে : সাবেক এমপি

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের সাথে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন যেভাবে কথা বলেছে, আশাকরি বাংলাদেশের আর কোথাও আসন পুনর্বহাল না হলেও কুমিল্লা ৯ পুনর্বহাল হবে। আর যদি না হয়? অবস্থান নয়, হয়ত ভোট দিব নয়তো জীবন দিব। আর জীবনই যদি দিতে হয়, নির্বাচন কমিশনের সামনে জীবন দিব। এ লড়াই চলছ চলবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সদর দক্ষিণ ও লালমাই উপজেলাবাসীর আয়োজনে সাবেক ২৫৬ কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, বিগত ২০০৮ সালে ৮৪টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের কথা বলা হলেও বাস্তবে ৩শ’ আসনের মধ্যে ১৩০টিরই পুনর্বিন্যাস করা হয়েছিল আইন লঙ্ঘন করে, অসৎ উদ্দেশ্যে। আঞ্চলিক অখণ্ডতাভিত্তিক প্রশাসনিক সুবিধা বিবেচনায় না এনে শুধু জনসংখ্যাকেই গুরুত্ব দিয়েছিল। 

তিনি আরও বলেন, সে সময় প্রায় ৪ হাজার আপত্তি পড়লেও তা আমলে নেয়নি তৎকালীন কমিশন। এভাবে আসন ব্যাপক ওলটপালট করার ফলে সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছে গ্রামাঞ্চলের জনগণ। বঞ্চিত হয়েছি আমরা কুমিল্লা দক্ষিণের মানুষ।

অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা আব্দুস সালাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আখতার হুসাইন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, আমান উল্লাহ চেয়ারম্যান, সাবেক সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, ওমর ফারুক সুমন চেয়ারম্যান, লালমাই উপজেলা বিএনপির সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু প্রমুখ।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর