Logo

সারাদেশ

সাইবার মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫

সাইবার মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি

ময়মনসিংহে সাইবার নিরাপত্তা আইনের মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০২১ সালের সেপ্টেম্বরে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আকতার এ রায় দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট ওসমান গণি মল্লিক মাখন, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ তামান্না, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অ্যাডভোকেট তফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আহসান উল্লাহ আনার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট শামসুন্নাহার।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়ায় ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। এ মামলার বাদী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রবিউল আলম চৌধুরী বলেন, দীর্ঘ শুনানি শেষে পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বিচারক তাদের সবাইকে অব্যাহতি দিয়েছেন। এ মামলায় ওসমান গনি ও তোফাজ্জল হোসেন দুই মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর